০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা আশা করছি, এসব প্রচেষ্টার সুফল আমরা অচিরেই পাব।”
“ফলে চাওয়া সময় মঞ্জুর করা হবে কি না- তা নির্ভর করছে অনুসন্ধান কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।”
‘সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিংয়ের’ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চায় দুদক।
এর আগে বিদেশে থাকা তাদের সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।
মূল হত্যা মামলাতেও আসামিদের সবাইকে খালাস দিয়েছিল আদালত।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত করছে দুদক।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যকে এখনো ‘সন্দেহজনক বিনিয়োগের প্রধান গন্তব্য’ হিসেবে দেখা হচ্ছে।
আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।