১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
প্রিয়জনের সঙ্গে ঈদ করে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। কেউ ফিরছেন সড়ক পথে, কেউ রেলে, কেউ নৌযানে। শুক্রবার দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সদরঘাট টার্মিনালে যত লঞ্চ ভেড়ে, তার সবই ছিল যাত্রীতে পূর্ণ।
কোরবানির ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার ঢল নেমেছে। ফলে নৌ, সড়ক ও রেলপথে বেড়েছে মানুষের ভিড়। দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর স্টেশনে যেসব ট্রেন ভিড়ছে, সেগুলোর প্রায় সবই যাত্রীতে ঠাসা।
কোরবানি ঈদ উদযাপন শেষে এবার রাজধানীতে ফিরছেন সবাই। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির পর কর্মক্ষেত্রে ফেরা শুরু হয়েছিল আগেই। বাড়তি ছুটি শেষে শনিবারই এসেছেন বাকিরা। বিভিন্ন জেলা থেকে কমলাপুরে আসা সব ট্রেনেই ছিল ভিড়।