মহাখালীতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা
কোরবানি ঈদের লম্বা ছুটি শুরুর প্রথম দিন বৃহস্পতিবার রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়। মহাখালী বাস টার্মিনালের ভেতরে বাস না পেয়ে সড়কে চলে এসেছেন বাড়িমুখো মানুষ। আগাম টিকেট না থাকায় কারও কারও অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে আরও।