ঈদের ছুটিতে সরগরম মিরপুর চিড়িয়াখানা, এসেছে নতুন পশুপাখি
ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মিরপুর চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই বাড়তে থাকে মানুষের সমাগম। দর্শনার্থীরা বলছেন, চিড়িয়াখানার ভেতরে সুলভ মূল্যে খাবার কেনার সুযোগ থাকা উচিত। প্রতিদিন লক্ষাধিক মানুষের পরিদর্শনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।