এনআইডির অনিষ্পন্ন আবেদন প্রায় ৭৭ হাজার: ইসি সচিব
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা ছিল। এরমধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মাধ্যমে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে নিষ্পত্তি হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন। এখনও অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।