দারুণ কিছু ঘোষণা নিয়ে বিটিএস
বিটিএস আর্মিদের অপেক্ষার প্রহর শেষ হল। সামরিক প্রশিক্ষণ শেষে ফিরে এসে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ফ্যান প্ল্যাটফর্ম ‘ওয়েভার্সে’ লাইভে এসে আগামী ব্সন্তে অ্যালবাম মুক্তি এবং ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দেন বিটিএস তারকারা।