পোপ নির্বাচনের মহা গোপনীয় কনক্লেভে কী খান কার্ডিনালরা?
গুপ্ত ইলেকট্রনিক ডিভাইসের খোঁজে নিরাপত্তাকর্মীদের ঘুম যখন হারাম, কার্ডিনালরা সেরে নিচ্ছেন ব্যক্তিগত প্রস্তুতি। কেউ কেউ রোমে ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছেন প্রিয় খাবার; মনে মনে হয়তো ভাবছেন, এটাই কি পোপ হওয়ার আগে তাদের শেষ ভোজ?