‘নীরব মহামারী’ হতে পারে খোসপাঁচড়া?
স্ক্যাবিস বা খোসপাঁচড়া এক ধরনের ছোঁয়াচে রোগ। অসচেতনতা, ভুল চিকিৎসা আর ঘনবসতির কারণে বাড়ছে এর সংক্রমণ। চুলকানি সাধারণত দেখা দেয় আঙুলের ফাঁকে, জয়েন্ট, শরীরের ভাঁজ, নাভি, জননাঙ্গে। চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা না করলে ছোঁয়াচে এই রোগ ‘নীরব মহামারী’র রূপ নিতে পারে।