০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
যেসব বেপারিরা একসঙ্গে বেশি গরু কেনেন তাদের পশু রাখার জন্য সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা দূর করতেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলারর ডুগডুগি গ্রামের গরু ব্যবসায়ী আরিফুল ইসলাম তৈরি করেছেন গরু-ছাগলের ‘আবাসিক হোটেল’। যেখানে আছে ‘বুফে সিস্টেমে’ খাবার-দাবার। গরু ‘চেক-ইন’ হওয়ার পর থেকে ‘চেক-আউট’ হওয়া পর্যন্ত সব দায়িত্ব হোটেল কর্মীদের।