বাংলাদেশে এল ‘গুগল পে’, কী কী কাজে লাগবে
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হল গুগলের ডিজিটাল সেবা-গুগল ওয়ালেট, যা সাধারণভাবে 'গুগল পে' নামে পরিচিত। মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বাংলাদেশে এ সেবা নিয়ে এল গুগল এবং সিটি ব্যাংক। ‘গুগল পে’ কাজ করবে ভার্চুয়াল ওয়ালেটের মত।