০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
ছোট শহর সান আগুস্তিন আকাসাউয়াসলান থেকে যাত্রী ভর্তি বাসটি রাজধানীতে প্রবেশের সময় ঘটনাটি ঘটে।
জাতিসংঘ মিশনের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দলটিতে গুয়াতেমালার ৭৫ জন ও এল সালভাদরের আটজন সেনা রয়েছেন।
গুয়াতেমালার একটি অপরাধী দল ও মেক্সিকোর প্রভাবশালী সিনালোয়া কার্টেলের মধ্যে বন্দুকযুদ্ধের সঙ্গে এ লাশগুলোর সম্পর্ক আছে বলে ধারণা।