সন্ত্রাসবাদবিরোধী অভিযান: যুক্তরাজ্যে ৭ ইরানিসহ গ্রেপ্তার ৮
সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চক্রান্ত করছে এমন সন্দেহে শনিবার প্রথমে সুইনডন, পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, রচডেইল ও ম্যানচেস্টার থেকে ৪ ইরানিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবাদ সংক্রান্ত পৃথক এক তদন্তের আওতায় একইদিন লন্ডন থেকে গ্রেপ্তার করা হয় আরও ৩ ইরানি নাগরিককে।