মানুষের মত গরু-ছাগলের জন্যও ‘আবাসিক হোটেল’, ‘বুফে সিস্টেমে’ খাবার-দাবার
যেসব বেপারিরা একসঙ্গে বেশি গরু কেনেন তাদের পশু রাখার জন্য সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা দূর করতেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলারর ডুগডুগি গ্রামের গরু ব্যবসায়ী আরিফুল ইসলাম তৈরি করেছেন গরু-ছাগলের ‘আবাসিক হোটেল’। যেখানে আছে ‘বুফে সিস্টেমে’ খাবার-দাবার। গরু ‘চেক-ইন’ হওয়ার পর থেকে ‘চেক-আউট’ হওয়া পর্যন্ত সব দায়িত্ব হোটেল কর্মীদের।