জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে কাকরাইলে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হতে একের পর এক বাস নিয়ে কাকরাইলে আসছেন সতীর্থরা। আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক শিক্ষকও। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০টি একতলা ও দোতলা বাসে করে শিক্ষার্থীরা অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায়। এসময় শিক্ষার্থীদের হাতে পানির বোতল নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।