জি-হান ফের স্কুইড গেইমে কেন!
নেটফ্লিক্সের সাড়া তোলা সিরিজ ‘স্কুইড গেইম’র দ্বিতীয় সিজন কেমন হতে পারে তা জানান দিতে এসে গেছে এর টিজার। প্রথম কিস্তিতে জুয়ায় সর্বস্ব হারিয়ে ঋণে ডুবে যাওয়া জি-হান টাকা যোগাড়ে ঢুকে পড়েছিলেন রিয়েলিটি শো স্কুইড গেইমের দুনিয়ায়। জি-হান ফিরে এসে দেখেন তার মা মারা গেছেন, একমাত্র মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী পাড়ি জমিয়েছেন বিদেশে। এভাবে প্রথম পর্ব শেষ হলে দর্শকরা ভেবেছিলেন দ্বিতীয় কিস্তিতে জি-হান ফিরলেও স্কুইড গেইমের ময়দানে তাকে আর দেখা যাবে না। কিন্তু টিজার বলছে, ফের স্কুইড গেইমের জীবন-মৃত্যুর খেলায় জড়িয়ে পড়েছেন জি-হান। নেটফ্লিক্স জানিয়েছে আগামী বছরের জুলাইয়ে পর্দায় আসবে স্কুইড গেইমের দ্বিতীয় মৌসুম।