০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
ঢাকায় কোচ না থাকায় সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারী রুটের বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ঢাকামুখী অপর আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫ মিনিটে।
“প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তারপরেও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেটা স্বাভাবিক থাকলে আমরা খুশি।”
“আমাদের সমস্যা সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম।”
ঢাকা-খুলনার পথে পদ্মাসেতু হয়ে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেসের’ যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ৭৬৮ আসনের এ ট্রেনটি ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে ঢাকা-বেনাপোল পথেও চলাচল করবে।
অবরোধের পর বিকাল ৪টা ৫ মিনিটে কমলাপুর থেকে প্রথম জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। দিনের শুরুর দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন চাপ না থাকলেও দিনের শেষ দিকে চাপ বাড়তে থাকে প্রতিটি ট্রেনে।
মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার, মেইল ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।