০৫ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
“দেশে যেসব আন্তর্জাতিক মেলা হচ্ছে, সেগুলো তিন অথবা চার দিনের। সেগুলোয় তারা অংশগ্রহণ করেন।“
বাণিজ্য মেলার মূল ভবনের উত্তর পাশে রয়েছে ১৫ হাজার বর্গফুটের ‘আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়ন’।
ঢাকার অদূরে পূর্বাচলে চলছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলায় ছুটির দিনগুলোতে হচ্ছে উপচেপড়া ভিড়। দেশি স্টলগুলো ঘুরে দেখার পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করছেন বিদেশি স্টলগুলোতে।
ঢাকার পূর্বাচলে এবার বাণিজ্য মেলা শুরু হওয়ার পর ছুটির দিন শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সামনের দিনে চাপ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা।
এবারের মেলায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সাফল্য গাথা নিয়েও স্টল থাকবে; থাকবে ‘মুগ্ধ কর্নার‘।