পিলখানা হত্যাকাণ্ড: ‘তদন্তে উপেক্ষিত ছিল বিদেশি ষড়যন্ত্রের বিষয়’
পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল তৎকালীন সরকার। ওই সময় বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তদন্ত থেকে উপেক্ষা করা হয়েছিলো বলে জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার কমিশনের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় পলাতাক আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের সাক্ষ্য ‘অনলাইনে’ নেওয়া হয়েছে।