ইসরায়েলের দখলে ত্রাণের নৌযান ‘ম্যাডলিন’, থুনবার্গরা আটক
যুদ্ধবিধস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর কাজেও বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। তীব্র খাদ্য সংকটে থাকা গাজা অভিমুখী মানবিক সহায়তার নৌযান ‘ম্যাডলিন’ দখল করে নিয়েছে দেশটি। পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্য অধিকারকর্মীরা গাজা উপকূলে পৌঁছালে তাদের আটক করে ইসরায়েলি বাহিনী।