নিপীড়কের গলায় মবের মালা: নারীর প্রতি সহিংসতায় এমন উল্লাস কেন?
নারীর গায়ে লাথি দেওয়া, পিটিয়ে জখম করা, পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করা যেন সহিংসতা নয়, শ্রেষ্ঠত্ব অর্জনের উপায়। বিচার তো দূরের কথা, সামাজিক প্রতিবাদও ক্ষীণ কণ্ঠ, বরং ফুলের মালা দিয়ে বরণ করার মতো সরব সম্মতি প্রকট।