সন্ধিক্ষণে জাতীয় পার্টি: বন্ধুর পথে নবযাত্রা নাকি পতনের পূর্বাভাস?
আওয়ামী লীগের পতনের পর রাজনীতির উত্তাপে দগ্ধ জাতীয় পার্টি এখন অভিযুক্ত, আক্রান্ত এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তবে আদর্শ ও কর্মসূচির বদলে যদি আক্রমণ ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে জাতীয় পার্টিকে নির্মূলের চেষ্টা করা হয়, সেটি আখেরে জাতীয় পার্টিকেই শক্তিশালী করবে।