০৫ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
কয়েক দফা তদন্ত কমিটি গঠনের পর চূড়ান্ত সুপারিশে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
“যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসির সরাসরি যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।”
“কোন প্রক্রিয়ায় ফলাফল তৈরি করা হবে, সে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; এখনও অনুমোদন পাইনি,” বলেন তপন কুমার সরকার।
শিক্ষার্থীরা সাতটি পরীক্ষা দিয়েছে, বাকি বিষয়গুলোর নম্বর কীভাবে ঠিক করা হবে, সেই পদ্ধতি খুঁজছেন কর্মকর্তারা।
একদল শিক্ষার্থী পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন; আরেক দল পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকেই সমর্থন দিচ্ছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেছেন, সকলের কাছে গ্রহণযোগ্য, এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে।
“যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা বাতিল চেয়েছে, তারা মেধার মূল্যায়ন করে না। পরীক্ষা নেওয়া উচিত ছিল।”
কয়েকশ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ দেখানোর পর অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিল।