০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
“এই আরোহণ শুধু আমার একার নয়। এটি আমার দেশের, আমার মানুষদের, আর সেই সকল তরুণের, যারা আজও স্বপ্ন দেখে নিজের সীমা ভেঙে কিছু করে দেখানোর,” লিখেছেন শাকিল।
মাত্র ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে হেঁটে এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। বাংলাদেশ, ভারত ও নেপালের ওপর দিয়ে প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান।
তিনি ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্য ঠিক করলেও তা সম্পন্ন করেছেন ৮৪ দিনে।
ছবি প্রকাশের পাশাপাশি বেস ক্যাম্পে নেমে এসে ভিডিও বার্তা দিলেন এভারেস্ট ও লোৎসে জয়ী বাংলাদেশি এ পবর্তারোহী।
প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এক অভিযানে দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী।