০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
“আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি,” বলেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি জোবায়ের।
“দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনটি গেইটে তালা ঝুলবে। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।”
ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
“জেলাভিত্তিক এ মহাসমাবেশে আমাদের দাবি দাওয়া জানানো হবে,” বলেন মাশফিক ইসলাম।
ছয় দফা দাবি আদায়ে শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। সেখানে মানববন্ধন করেন তারা। সাত মাস ধরে শিক্ষার্থীরা নানা কর্মসূচি দিলেও গত বুধবার থেকে ক্লাস বর্জন করছেন তারা।