কৃষকের পেঁয়াজের বাজার
পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। পেঁয়াজের বর্তমান দরে লোকসানের মুখে পড়েছেন বলে দাবি এ জেলার ঠেনঠেনিয়া পেঁয়াজের বাজারে আসা চাষিদের। পেঁয়াজের পাইকারি এ বাজারে সকাল ৬টা থেকেই পেঁয়াজ চাষিরা ভিড় করতে শুরু করেন। কিছুটা ভালো দামের আশায় বিভিন্ন বাহনে করে দূর দূরান্ত থেকে তারা নিয়ে আসেন পেঁয়াজ।