ভ্যাটিকানে মহাগোপনীয় কনক্লেভ
ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু বেছে নিতে শুরু হচ্ছে মহাগোপনীয় কনক্লেভ। ভ্যাটিকানের সিসটিন চ্যাপেলে রোমান ক্যাথলিক কার্ডিনালরা সমবেত হয়েছেন প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরী নির্বাচনে। কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে দায়িত্ব নেবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম প্রধান।