কুমিল্লায় মাটি খুঁড়ে ইতিহাস অন্বেষণ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে প্রাচীন ইটের গাঁথুনি। সেখানে এখন অনুসন্ধান চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা। তাদের নির্দেশনায় মাটি খুঁড়ে চলছে পুরাকীর্তি, ইতিহাসের সন্ধান। বারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে (চারাবাড়ি) লালমাই পাহাড়ের দক্ষিণ অংশে বালাগাজীর মুড়ায় এপ্রিলে শুরু হওয়া খননকাজ চলবে জুন মাসজুড়ে।