অর্থাভাবে অটিজমে আক্রান্ত বিনেন্দ্রর শেকলবন্দি জীবন
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার হাসপাতাল সড়কের বাসিন্দা নিমাই চন্দ্র ঋষি ও চানমনি ঋষির ছেলে বিনেন্দ্র ঋষি মানসিকভাবে অসুস্থ। অটিজমে ভুগলেও চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারটির। নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে শেকলে বেঁধে রাখতে হয় ছেলেকে।