বাদামতলিতে জমজমাট খেজুর বেচাকেনা
রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ নানা জাতের খেজুর পাইকারি বিক্রি হচ্ছে পুরান ঢাকার বাদামতলি ঘাটে। গত রোজায় দাম বাড়লেও শুল্ক কমানোয় এবার আমদানি বেশি হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। দামও নাগালের মধ্যেই থাকবে বলে মনে করছেন তারা।