০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
“এভারেস্ট চূড়ায় আমি অনেকক্ষণ ছিলাম। এই চূড়ায় আমি ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি।”
“ক্যাম্প-৩ এর উপরে খাড়া ঢালগুলো দুঃস্বপ্নের মত ছিল;আর একটানা ১৭০০ মিটার আরোহণ কোনো মজার বিষয় ছিল না,” বলেন তিনি।
উচ্চতায় দশম হলেও অভিযানের জন্য কৌশলগতভাবে অন্যতম কঠিন হিসেবে বিবেচিত এ পর্বত শৃঙ্গ।
লোৎসে আরোহনের পর এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী।
“তরুণরা পর্বতারোহনে আসুক, এখানে ব্যক্তিগত দক্ষতা প্রমাণের সুযোগ আছে। অদূর ভবিষ্যতে দেশের হয়ে দারুণ সব অর্জন সম্ভব হবে।”
ছবি প্রকাশের পাশাপাশি বেস ক্যাম্পে নেমে এসে ভিডিও বার্তা দিলেন এভারেস্ট ও লোৎসে জয়ী বাংলাদেশি এ পবর্তারোহী।
প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এক অভিযানে দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী।
লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ওই শিখরে পৌঁছাতে পারেননি।