ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, দলগুলোকে জানালেন ইউনূস
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলে বিএনপি, জামায়াত ও এনসিপিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মুহাম্মদ ইউনূস এক কথার মানুষ, নির্বাচনের এই সময়সীমা তিনি বরাবরই বলে আসছেন। সব রাজনৈতিক দলই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।