০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চব্বিশের গণঅভ্যুত্থানকে শুধু ‘দ্বিতীয় স্বাধীনতা’ নয়, বিপ্লব বলতেও নারাজ আলী রীয়াজ
চব্বিশের গণঅভ্যুত্থানকে শুধু ‘দ্বিতীয় স্বাধীনতা’ নয়, বিপ্লব বলতেও নারাজ আলী রীয়াজ

চব্বিশের গণঅভ্যুত্থানকে যারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেন, তাদের সঙ্গে একমত নন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, এমনকি একে বিপ্লব বলতেও তিনি রাজি নন।   তার ভাষায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ‘সব কিছুর ঊর্ধ্বে’। তবে ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্য দিয়েই যে ২০২৪ এর অভ্যুত্থানের উদ্ভব হয়েছে, সেটাও তিনি মনে রাখতে বলছেন।   বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ তিনি বলেছেন, “এটাও মনে রাখতে হবে যে ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা চব্বিশে পৌঁছেছি। চব্বিশ তো অভূতপূর্ব, অভাবনীয়!”   এই অধ্যাপকের মতে, চব্বিশের গণঅভ্যুত্থান আবার ১৯৯০ সালের অভ্যুত্থানের মতও নয়। চব্বিশের উদ্ভব হয়েছে ‘রাষ্ট্র্রকাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা’ থেকে।   ঐকমত্য কমিশনের সংলাপে গিয়ে গণফোরাম সম্প্রতি অভিযোগ করেছে, সংস্কার প্রস্তাবে নাকি সংবিধান থেকে মুক্তিযুদ্ধকেই ‘বাদ’ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে আলী রীয়াজ বলছেন, এটা তাদের ‘বোঝার ভুল’।   বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।