বুড়িগঙ্গার খেয়া
যুগ যুগ ধরে বুড়িগঙ্গা নদীর দুই পাড়ের মানুষকে পারাপার করে আসছেন খেয়া নৌকার মাঝিরা। তারা মূলত নদী পারাপারের জন্য যাত্রী পরিবহন করেন, তবে রিজার্ভ বা ঘণ্টাভিত্তিক ভাড়াও নেন। দিন-রাতের বেশিরভাগ সময় তাদের কাটে নৌকায়। বিশ্রাম, ঘুম, খাওয়া, গোসল সবই তারা সারেন নৌকার মধ্যেই।