ঢাকার পথঘাট ভেজাল বৃষ্টি
ঢাকায় বুধবার দুপুরে স্বল্প সময়ের বৃষ্টিতে ভিজেছে পথঘাট। নগরবাসীর অনেকে এমন বৃষ্টি উপভোগ করলেও রাস্তায় বের হওয়া মানুষেরা পড়েন বিপাকে। মালামাল নিয়ে গন্তব্যে ছোটা কর্মজীবীরা তাদের পণ্যসামগ্রী ত্রিপল বা পলিথিনে ঢেকে দেন। রিকশাচালকরা ছোটেন মাথা ও শরীর পলিথিনে মুড়ে।