ল্যাভেন্ডার তেলের বহুবিধ প্রয়োগ; আছে উপকারিতা, প্রয়োজন সতর্কতাও
বেগুনি রংয়ের ছোট্ট ফুল ল্যাভেন্ডার, হাজার বছর ধরে এই ফুল ও তেল ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রোগের উপশম হিসেবে। ইনসমনিয়া, ব্যথা এবং ত্বকের যত্নে প্রাচীন গ্রিক ও রোমানরা ব্যবহার করতেন এই ফুল। ল্যাভেন্ডার তেল ব্যবহারে দ্রুত সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা থেকেই প্রচলিত ‘অ্যারোমাথেরাপি’ ধারণাটি।