০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বাজেটে করের ভার সহনীয় রাখাই লক্ষ্য: অর্থ উপদেষ্টা
বাজেটে করের ভার সহনীয় রাখাই লক্ষ্য: অর্থ উপদেষ্টা

বাজেটে ‘সুসংবাদ’ আছে বা ‘দুঃসংবাদ’ আছে- এভাবে বলতে চান না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।   বাজেটের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমরা মূলত ব্যবসাবান্ধব বাজেটের দিকে এগোনোর চেষ্টা করেছি। তবে সবাই সমানভাবে উপকৃত হবেন—তা নয়। যেসব খাত এতদিন কম সুবিধা পেয়েছে বা যাদের জন্য সুযোগ কম ছিল, তাদের প্রতি আলাদাভাবে নজর দেওয়া হয়েছে।” তিনি বলেছেন, “ভোক্তা বা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যাদের আয় সীমিত, তাদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা অনেক আগে থেকেই চেষ্টা করে আসছি যে, প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভার যেন সহনীয় থাকে। এবারের বাজেটেও সেই লক্ষ্যেই কাজ করা হয়েছে।”