০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না: অর্থ উপদেষ্টা
কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না। একে বলা যায়, পরিত্যক্ত জাহাজ-টাইটানিকের মত। ওরা নিজেরাই ঘোষণা করে যে আর কিছুই করা যাবে না, তখন ক্যাপ্টেনও আত্মহত্যা করেন। ঠিক সেরকম অবস্থা।” বাজেটের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্বল ব্যাংকগুলো নিয়ে তিনি এ মন্তব্য করেন।   উপদেষ্টা বলেন, “ব্যাংকের বিষয়ে যেটা করছি, সেটা হল-একটা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। যারা অল্প অঙ্কের আমানত রেখেছেন, তাদের টাকাটা কীভাবে ফেরত দেওয়া হবে তা ঠিক করা হয়েছে। আর যারা বড় অঙ্ক রেখেছেন, তাদের বন্ড বা শেয়ার আকারে ফেরত দেওয়ার পদ্ধতি তৈরি করা হচ্ছে।   “ছয়টি ব্যাংকের সম্পদ মান নিরীক্ষা হয়েছে। এখন এই ভিত্তিতে সিদ্ধান্ত হবে কত টাকা লাগবে পুনর্গঠনের জন্য। বাংলাদেশ ব্যাংক হিসাব করছে। আইএমএফও বলেছে, যে টাকার অংক বলেছে, নাই বললাম।”   তিনি বলেন, দুর্বল যে ব্যাংকগুলোর কিছুই উদ্ধারের সম্ভাবনা নেই, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে।