০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
এবার কোরবানি হাটে উচ্চবংশীয় গরু ছাগল নেই বললেই চলে। বড় গরু এসেছিল কিছু। তবে এগুলোরও চাহিদা তলানিতে। দুর্নীতিবাজরা না থাকায় বিক্রি হচ্ছে না— এমন অভিমত স্বরাষ্ট্র উপদেষ্টার।
শাহজাহানপুর কলোনির গরুর হাটে ছোট গরুর চাহিদা থাকলেও, কেউ কিনতে চায়না বড় গরু। এমনকি দামও বলছে না ক্রেতারা। ফলে, এসব গরু ফিরিয়ে নেয়ার কথা ভাবছেন বিক্রেতারা।