০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
এবার ১৮-৩৩ বছর বয়সী তরুণ ভোটার প্রায় এক তৃতীয়াংশ। ছবিসহ ভোটার তালিকা শুরুর পরবর্তী ১৫ বছরে যুক্ত হয়েছে তারা।
আহতদের মধ্যে দুইজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারছি যে, সঠিকভাবে সেটা করছেন,” বলেন তিনি।
ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা সব জায়গায় সঠিকভাবে বাড়ি বাড়ি গিয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
সারাদেশের হালনাগাদের পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার মিলবে।
৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এই কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে। ২০০৮ সালের জানুয়ারির আগে যাদের জন্ম তারা ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন করতে পারবেন।
এবার হালনাগাদে যুক্ত হবে প্রায় ১৭ লাখ নতুন ভোটার, বাড়ি বাড়ি গেয়ে ২৫-২৭ লাখ বাদ পড়াদের অন্তর্ভূক্ত করতে চায় নতুন ইসি।