মাছ ধরা বন্ধ, চলছে ট্রলার তৈরি ও মেরামত
সাগরে এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় অবসর সময় কাটছে জেলেদের। তবে এ সময়টাতে কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপের ঘোলার চরে নতুন ট্রলার তৈরির পাশাপাশি চলছে পুরনো নৌযান মেরামত। নিষেধাজ্ঞা উঠলেই মাছ ধরার জন্য সেগুলো ভাসবে সাগরে।