শিক্ষার নামে মুখস্থযুদ্ধ: বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার গল্প
যখন শেখার চেয়ে মুখস্থের গুরুত্ব বেশি, আর নম্বরের চেয়ে জ্ঞানের মূল্য কম, তখন শিক্ষাব্যবস্থার ওপর আস্থা হারায় সমাজ। সেই আস্থাহীন ব্যবস্থার ভাঙা ভিতের ওপর দাঁড়িয়ে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি আবার, বারবার।