চুল সাজাতে গয়না
গরমে সাজের জন্য বেছে নেওয়া হয় হালকা পোশাক, উজ্জ্বল রঙ। পাশাপাশি নিজেকে আরও রঙিন করে তুলতে নতুন স্টাইল ট্রেন্ড হিসেবে যোগ করা যায় চুলের গয়না। চুলের গয়না নতুন কোনো ধারণা নয়, তবে সাম্প্রতিক সময়ের ‘ম্যাক্সিমালিজম’ এবং ‘সেলফ এক্সপ্রেইশন’র যুগে এটি জায়গা করে নিয়েছে নতুনভাবে।