যাত্রাবাড়ী মোড়ই যেন বাস টার্মিনাল
দেশের দক্ষিণাঞ্চলের পথে চলাচলকারী বাসগুলো দিনের বেলা দাঁড় করে রাখা হচ্ছে যাত্রাবাড়ী মোড়ে। দূরপাল্লার এসব বাস দীর্ঘ সময় সেখানে সড়ক আটকে তুলছে যাত্রী, ফলে চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকার প্রবেশ মুখে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যাত্রাবাড়ী মোড়ে ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের।