২০ টাকায় পাঙ্গাসের মাথাসহ কাঁটা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদানুযায়ী বাজার সদাই করতে না পেরে বিকল্প খুঁজে নিচ্ছেন কষ্টে থাকা সীমিত আয়ের মানুষ। সেরকম একটি ঘটনার দেখা মিলল রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে। নিম্ন আয়ের মানুষজনকে সেখানে মাথা ও লেজসহ পাঙ্গাসের কাঁটা কিনতে দেখা গেল। ফাস্টফুডের দোকান কিংবা চাইনিজ রেস্টুরেন্টের জন্য মাছ সরবরাহের পর থেকে যায় এসব মাথা-লেজসহ কাঁটা।