০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
আন্দোলনের কারণে শাহবাগ আর মৎস্য ভবন এলাকা দিয়ে বৃহস্পতিবার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোয় তৈরি হয় তীব্র যানজট।
দাবি নিয়ে আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন অংশে একযোগে তারা সড়কে অবস্থান নেওয়ায় তীব্র যানজটে ভুগতে হয়েছে নগরবাসীকে। বুধবার ছয় দফা আদায়ে সড়ক অবরোধ করেন সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা।
রোজার মধ্যে বিকালে অফিস ছুটি আর ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়ায় প্রতিদিন বিকালেই তীব্র যানজট দেখা যায় রাজধানী জুড়ে। সড়কে ট্রাফিক পুলিশ তৎপরও থাকলেও যানবাহনের চাপ সামলানো যাচ্ছে না। কাছের গন্তব্যের অনেকে বাস থেকে নেমে রওনা দেন হেঁটে। আর দূরের যাত্রী কিংবা সঙ্গে ব্যাগপত্র থাকার কারণে অনেকের সময় যায় সড়কেই।
প্রথম রোজায় এবারও বেলা শেষে তীব্র যানজটে ভুগতে হয় রাজধানীবাসীকে। ট্রাফিক পুলিশের তৎপরতা থাকলেও তা ঘরে ফেরা মানুষের স্রোত সামলানোর জন্য যথেষ্ট ছিল না।
সড়কে যানজটের দুর্ভোগের শেষ নেই। দুর্ভোগের প্রধান কারণ মানুষের অসচেতনতা। সঠিক জায়গায় গাড়ি না থামানো, লেন না মানা, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার- সবকিছুই দুর্ভোগ বাড়াচ্ছে সড়কে।