০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় সরকারের কোনো উপদেষ্টার প্রতিক্রিয়া দেখতে পাননি বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় রাকিবুল ইসলাম। বিকালে শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচিতে তিনি বলেছেন, বিচারে গাফিলতি বা সদিচ্ছার অভাব দেখলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদযাত্রা করবে ছাত্রদল; সেই কর্মসূচি রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই।
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। লংমার্চে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে এবং জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ২৫ জন। পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন বিকাল থেকে রাত পর্যন্ত এসব দলের নেতার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। দলগুলোর প্রতিনিধিরা বৈঠকে রাজনীতিতে সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সেনাপ্রধান অবশ্য বলেছিলেন, এ সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে ১৫ জনের মত।
এর আগে তিনটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এই যমুনায় থেকেছেন।