০৪ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীরা টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী ফাঁসির মঞ্চে ঝুলে তারা প্রতিবাদ তুলে ধরেন।
হাই কোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সচিবালয়মুখী পদযাত্রা টিয়ার শেল ছুড়ে আর জলকামান ব্যবহার করে ঠেকিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশের জল কামানের মুখে প্রার্থীরা শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে প্রবেশ সড়কের মুখে অবস্থান নেন। সেখানে তাদের দিকে টিয়ার শেল ছোড়া হয়।
নিয়োগ নিশ্চিতের দাবিতে রোববার শাহবাগে মহাসমাবেশ করেন শিক্ষকরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের আন্দোলন গড়িয়েছে ১১তম দিনে।