বিমানের সেই ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু'কে মন্ত্রণালয়ের সম্মাননা
বিজি ৪৩৬ ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে যাওয়ার পরও ঢাকায় নিরাপদে অবতরণের স্বীকৃতিতে ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা দেওয়া হল।