০৭ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
প্রায় দুই লাখ শিক্ষার্থীর সরকারি সাত কলেজের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো কেমন হবে সে রূপরেখা এখনও ঠিক হয়নি; বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি কাজ করছে।
“আমাদের তিন প্রতিনিধি সভা প্রত্যাখ্যান করে তাতে যাননি। একজন গেলেও সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সভা ত্যাগ করেন।”
"রোববার সাত কলেজ নিয়ে ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো ঘোষণা করবে। আমরা সেটি প্রত্যাখ্যান করছি।"
“আগামী সাত দিনের মধ্যে আমরা ছয় দফা বাস্তবায়নে দৃশ্যমান ও লিখিত কাজ দেখতে চাই; নাহলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে,” বলেন আন্দোলনকারীদের নেতা আমিনুল।
"সরকার বারবার জানিয়েছে, তিতুমীরকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি মানার সুযোগ এই মুহূর্তে নেই। কিন্তু তারা বুঝতে চাচ্ছেন না”, বলেন যুগ্মসচিব নুরুজ্জামান।
“…তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে; এ অবস্থায় সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই,” বিজ্ঞপ্তিতে বলছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচির নাম দিয়েছেন 'বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ', যার আওতায় রেলপথও পড়বে।
"শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে অবস্থান করছেন। রাস্তা ছাড়ার কোনো লক্ষণ দেখছি না।"