০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
মামুন রেজার মৃত্যু শুধু একজন সহকর্মীর বিদায় নয়, বরং একটি প্রজন্মের উদ্বেগ ও পেশাগত অনিশ্চয়তার প্রতিচ্ছবি। এই লেখা একদিকে শোক, অন্যদিকে এক নির্মম বাস্তবতা—যেখানে সাংবাদিকদের মৃত্যুও হয়ে ওঠে অবহেলার দলিল।
মোটাদাগে বলা যায় আন্তর্জাতিক দুনিয়ার খবরের রাজ্যে মোড়লগিরি করা মূলধারার পশ্চিমা গণমাধ্যমসহ দুনিয়াব্যাপী অনেক বাঘা বাঘা মিডিয়ামুঘল বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেছে অনেক আগে থেকেই।